আলিপুরদুয়ার: বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি এলাকার বাসিন্দারা । শনিবার সকালে সকালে বুনো হাতির দল তাণ্ডব চালালো দক্ষিণ সাঁতালি এলাকায় । দক্ষিণ সাঁতালি এলাকার বাসিন্দারা জানান গতকাল গভীর রাতে মন্থরাম বীটের জঙ্গল থেকে তিনটি বুনো হাতি দক্ষিণ সাঁতালি গ্ৰামে প্রবেশ করে সারারাত তাণ্ডব চালায় এলাকায় । বুনো হাতির দলটি এলাকার বাসিন্দা খগেন নার্জিনারি ,বলিন্দ্র নার্জিনারি সুপারি বাগান তছনছ করে দেয় এবং আজ সকালের দিকে এলাকার বাসিন্দা উৎপল নার্জিনারি ঘর ভেঙ্গে দেয়। পাশাপাশি উৎপল নার্জিনারির গোলা ঘর ভেঙ্গে দেয় এবং গোলা ঘরে রাখা সমস্ত ধান সাবার করে দেয় ।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিণ সাঁতালি এলাকার বাসিন্দারা...