লকডাউনে কর্মহীন কালিয়াগঞ্জ হকারদের হাতে এককালীন ২০০০ টাকা তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।

0
450

কালিয়াগঞ্জ:-লকডাউনে কর্মহীন কালিয়াগঞ্জ হকারদের হাতে এককালীন ২০০০ টাকা তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। কঠিন এই পরিস্থিতির মধ্যে হাতে টাকা পেয়ে খেয়ে পড়ে বাঁচার পথ পেলেন কয়েকশো হকার। মানবিক মূখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে হকারদের এককালীন ২ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের কাজ শুরু হল। করোনা আবহে লকডাউনের ফলে গতবছর কর্মহীন হয়ে পড়া হকারদের জন্য এই আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা করেছিলেন মানবিক মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা মতোই কালিয়াগঞ্জ পুরসভা পুর এলাকার ১২৬৯ জন হকার পাচ্ছেন ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য। বর্তমান করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে কার্যত লকডাউনের ধাচে বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে আগামী ১৫ জুন পর্যন্ত। এই বিধিনিষেধের জেরে নতুন করে কর্মহীন হয়ে পরেছে সারা রাজ্যের মতোই কালিয়াগঞ্জ পুর এলাকার হকাররা। এই পরিস্থিতিতে মূখ্যমন্ত্রীর ঘোষণা মতো কালিয়াগঞ্জ পুরসভার তরফে ২ হাজার টকা অনুদান প্রাপ্তি হকারদের বাঁচার রসদ জোগাবে। কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ বলেন,জননেত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় সবার উপকারের জন্য কাজ করে চলেছেন। একবছরের বেশি সময় ধরে খেটে খাওয়া মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।এই পরিস্থিতিতে হকারদের জন্য ২ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন মা মাটি মানুষের সরকার । গত ৬ মাস আগে টাকা এলেও বিধানসভা নির্বাচনের বিধি লাগু থাকার জন্য তা প্রদান করা যায়নি। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর হকারদের টাকা প্রদানের কাজ শুরু হয়েছে তাদের নিজেস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হকারদের টাকা দেওয়া হবে খবর জানতে পেরে খুশি কালিয়াগঞ্জ পুর এলাকার হকাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here