চাঁচল; ২৮মে: ইয়াসের প্রভাব পরল চাচলে। ভারী বৃষ্টিতে চাচোল এর অধিকাংশ বাড়িতে ঢুকলো জল। কোথাও হাঁটু জল, কোথাও জল জমে ডোবার আকার ধারন করেছে।বৃহস্পতিবার ভারীবৃষ্টিতে জল জমেছে মালদহের চাঁচলে একাধিক রাস্তায়।শুধু রাস্তায় নয়।বেশ কয়েকটি এলাকায় বাড়ির ভেতরেও জল ঢুকে গেছে।বাসিন্দাদের অভিযোগ, নিকাশির দিকে নজরই নেই পঞ্চায়েত প্রশাসনের।
এদিক চাঁচল ব্লক পাড়ায় জল জমে বাড়িতে ঢুকে যায়।থানা সংলগ্ন ওই পাড়ায় জলে জমে বাড়িতে ঢুকে গিয়ে চরম বিপাকে পড়তে হয় বাসিন্দাদের।প্রায় ৩০ টি পরিবারের বসবাস সেখানে। জল জমে থাকলে দুষণ এবং সংক্রমণের আশঙ্কায় ভুগতে হবে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন।
এছাড়াও অরবিন্দপল্লী,ট্যান্ডেল পাড়া হাসপাতাল পাড়া সহ একাধিক এলাকায় জল জমে থই হয়ে আছে।বাসিন্দাদের কথায় জানা গেল,চাঁচলের মরামহান্দা পরিস্কার নেই।তাই জল আটকে যাচ্ছে।