করোনা মোকাবিলায় বালুরঘাটে চালু হলো নিঃশুল্ক ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা, দুই বিধায়ককে সঙ্গে নিয়ে সাংসদ সুকান্ত মজুমদার নিজস্ব উদ্যোগে চালু করলেন পরিষেবা
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২মে——- ভ্রাম্যমাণ নিঃশুল্ক অক্সিজেন ভ্যান চালু করে করোনার অতিমারি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে উদ্যোগী হলেন বালুরঘাটের সংসদ। ব্যক্তিগত উদ্যোগে বালুরঘাটে অক্সিজেন পরিষেবা এবং অসুস্থ রুগীদের হাসপাতালে পৌছে দেওয়ার এই প্রচেষ্টা নিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। শনিবার বালুরঘাটের কোর্ট মোড় এলাকার বিজেপির দলীয় কার্যালয়ে এই পরিষেবার শুভ সূচনা করা হয়।যেখানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন , বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ এবং তপন ও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়করা।
জানা গেছে ভ্রাম্যমান এই যানটিতে অক্সিজেন সিলিন্ডার থাকার পাশাপাশি কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মীও থাকবে, যারা রুগীর অক্সিজেন লেভেল এবং রুগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে। অক্সিজেন প্রয়োজন পড়লে বা কোন অসুস্থ রুগীকে হাসপাতালে পৌছানোর প্রয়োজন দেখা দিলে নির্ধারিত নম্বরে ফোন করলে বালুরঘাট সংলগ্ন এলাকাতে মুহূর্তের মধ্যে পৌছে যাবে এই ভ্রাম্যমান যানটি। তবে পরিষেবা প্রদানকারী যানের সংখ্যা একাধিক না হওয়ার কারনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্যান্য স্থানে এই পরিষেবা পেতে রুগীদের কিছুটা সময় প্রতীক্ষা করতেই হবে।
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনি তার সাংসদ তহবিল থেকে তপনের রাধা গোবিন্দ মন্দির ট্রাস্ট-কে একটি এম্বুলেন্স প্রদান করার জন্য অর্থ বরাদ্দ করেছেন। কিন্তু তার বরাদ্দ করা অর্থে এম্বুলেন্স এখনও চালু না হওয়ায় তিনি এদিন সংবাদমাধ্যমের মাধ্যমে দ্রুত সেই এম্বুলেন্সটি চালু করারও আবেদন জানান। একই সাথে এই ভ্রাম্যমান অক্সিজেন পরিষেবা যেকোন করোনা রোগীদের চটজলদি পরিষেবার পাশাপাশি হাসপাতালেও পৌছাবার ব্যবস্থা করবে। আগামী দিনে এই পরিষেবা আরো বাড়ানোর ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সাংসদ।