দুই যুবতিকে ধর্ষনের অভিযোগ।অবশেষে পলাতক অভিযুক্ত ব্যাক্তিকে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।

0
955

শিলিগুড়ি:-দুই যুবতিকে ধর্ষনের অভিযোগ।অবশেষে পলাতক অভিযুক্ত ব্যাক্তিকে ফিল্মি কায়দায় গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।গত ১১ই মে সন্ধ্যেয় দুই যুবতিকে ঘরে ডেকে ধর্ষনের অভিযোগ উঠে শিলিগুড়ি বারিভাষার রামনগর কলোনী এলাকার দুই ব্যাক্তির বিরুদ্ধে। বুধবার অভিযুক্ত দুই ব্যাক্তির বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করার পরপরই গা ঢাকা দেয় অভিযুক্ত দু দুই ব্যাক্তি।জানা গেছে একই পরিবারের দুই যুবতি একজন প্রাপ্ত বয়স্ক হলেও,অপর যুবতির বয়স ১৬ বছর।অভিযোগ,মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনেই রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাড়িতে ধর্ষন করে স্থানীয় দুই ব্যাক্তি পবন অধিকারি ও ভোলা শা।ঘটনার পর পরদিন অর্থাৎ বুধবার এন জে পি থানায় মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে।বৃহস্পতিবার ছোট বোন অসুস্থ হয়ে পড়ায় পুলিশ গিয়ে মেয়ে দুটিকে শারিরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি,নাবালিকা ধর্ষনের অভিযোগে পকসো ধারায় মামলা রুজু করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে।এমন ঘটনায় দুই যুবকের কঠোর শাস্তির দাবি তোলেন স্থানীয় থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।এর পরই পলাতক অভিযুক্ত দুই যুবকের খোজে তল্লাশি শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।অবশেষে বৃহস্পতিবার রাত্রে কুচবিহার সিতাইয়ের আদাবাড়ি ঘাট এলাকার অভিযুক্তর দিদির বাড়ি থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার হয় মুল অভিযুক্ত পবন অধিকারি।পুলিশকে দেখে অভিযুক্ত ক্ষেতি জমি দিয়ে পালিয়ে যেতে গেলে দির্ঘক্ষন পিছু নেওয়ার পর অবশেষে পুলিশ অভিযুক্তকে ধরতে সক্ষম হয়।তবে অপর অভিযুক্ত ভোলা শা এখনও পলাতক।শুক্রবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here