কাটাতারের ওপারে ভারতীয় জমিতে চাষের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, প্রতিবাদে কুমারগঞ্জে পথ অবরোধ কৃষকদের

0
640

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ এপ্রিল–––   কাটাতারের ওপারে ভারতীয় জমিতে চাষের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের । বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুমারগঞ্জ ব্লকের দাউদপুর বিএসএফ গেট সংলগ্ন এলাকার ঘটনা। সকাল থেকে গ্রামবাসীদের  এমন বিক্ষোভ অবরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরা। যদিও পরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে কুমারগঞ্জ থানার পুলিশ। 
  কৃষি অধ্যুষিত দক্ষিন দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া ব্লক কুমারগঞ্জ। যেখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করেই দিনযাপন করেন। সীমান্তের ওই এলাকার কৃষকদের অভিযোগ, বেশকিছু দিন ধরে কুমারগঞ্জের সমজিয়া সীমান্ত এলাকায় কাটা তারের ওপারে ভারতীয় সীমানায় চাষবাস করতে চরম হয়রানির মুখে পড়ছেন। কৃষিকাজের যাবতীয় জিনিস নিয়ে যেতে বাধা প্রদান করছে সীমান্তে প্রহরারত ২৬ বিএস এফ ব্যাটেলিয়নের জওয়ানরা বলে অভিযোগ। আর যার জেরে চাষবাস করতে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। বারবার এব্যাপারে প্রতিবাদ জানিয়েও কোন ফল না হওয়ায় এদিন মোল্লাদিঘি থেকে বালুরঘাট যাওয়ার রাস্তা অবরোধ করেন উত্তেজিত কৃষকেরা ।  দীর্ঘ দুই ঘন্টা ধরে অবরোধ করে চলে বিক্ষোভ। আর যার জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরা। এদিন সকালে এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছে পরিস্থতি স্বাভাবিক করে কুমারগঞ্জ থানার পুলিশ। যদিও এব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি ২৬ বিএসএফ ব্যাটেলিয়ন কতৃপক্ষ। 

ফিরদোসা বিবি, মুসলিমা বিবি ও আবুবকর সিদ্ধিরা  জানিয়েছেন, কোন এক অজানা কারণে তাদের ওপারের জমিতে চাষবাস করতে হয়রানি করছেন বিএসএফ জওয়ানরা। চাষের জিনিসপত্র ভ্যানরিক্সা বা সাইকেলে করে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে তাদের চাষের কাজ সম্পুর্ন ভাবে ব্যাহত হচ্ছে ।  বাধ্য হয়ে এদিন রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here