রাজ্যে বেড নেই, চিকিৎসা নেই, করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন দিলীপ ঘোষ
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ এপ্রিল¬¬¬––– করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে তোপ বিজেপির রাজ্য সভাপতির। শুক্রবার দক্ষিন দিনাজপুরে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এসে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন দিলীপ ঘোষ। এদিন দুপুরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, দেড়বছর ধরে কিছুই করতে পারেন নি মুখ্যমন্ত্রী। দাড়িয়ে দাঁড়িয়ে মানুষ মরেছে এরাজ্যে।একইসাথে মোদির প্রশংসা করে তিনি বলেছেন, বিশ্বের ১৩ কোটি লোককে ভ্যাকসিন দিয়েছে প্রধানমন্ত্রী। মোদিকে বিশ্বাস করুন, এসবের সমাধান হয়ে যাবে। রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, বেড নেই, চিকিৎসা নেই। মমতা কিছুই করতে পারছে না। এখনই পদত্যাগ করুক, উনি স্বাস্থ্যমন্ত্রী। মোদিকে গালাগালি দিয়ে এসব সমস্যার সমাধান হবে না। রাজ্যের সমস্যা আপনাকেই করতে হবে, নাহলে ছেড়ে দিন। আমরা সামলে নেবো।
এদিন তৃনমূলের তরফে তেমন কোন প্রচার কর্মসূচী না থাকলেও হেলিকপ্টারে করে জেলায় পৌঁছান দিলীপ ঘোষ । হিলি, কুমারগঞ্জ, তপন, কুশমন্ডি এবং হরিরামপুরে পথ সভা করেন দিলীপ । যা নিয়েই বিরোধীদের অভিযোগ, প্রতিটি সভাতেই কোন প্রকার কোভিড বিধি মানেন নি খোদ বিজেপির রাজ্য সভাপতি । বেশিরভাগ কর্মীসমর্থকদেরই মাস্কহীন অবস্থাতে দেখা গেছে। এদিন দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী দেড় বছর ধরে কিছুই করতে পারলেন না । পিপিই কিট, ওষুধ কিছুই দিতে পারেন নি । প্রধান মন্ত্রী দিয়েছেন, শুধু তাই নয় সারা বিশ্বকে দিয়েছেন । বিশ্ব আজ মোদীর উপরে ভরসা করেছেন । সেই জন্য ভরসা রাখুন মোদী হে তো মুমকিন হে । বেড নেই চিকিৎসা নেই, কিছুই করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । এখুনি পদত্যাগ করা উচিৎ মুখ্যমন্ত্রীর ।





















