নির্বাচনের ১২ দিন আগে যুব তৃণমূলে নতুন নিয়োগপত্র, দক্ষিন দিনাজপুরের সম্পাদক হিসাবে মনোনিত হলেন শাহেনশা মোল্লা।

0
602

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ এপ্রিল–––– বিধানসভা নির্বাচনের ১২ দিন আগে জেলা যুব তৃণমূলের শক্তি বৃদ্ধি করতে সম্পাদকের পদে বসানো হল শাহেনশা মোল্লাকে । এদিন রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জ্জীর নির্দেশে তাঁর হাতে নিয়োগপত্র দিয়েছেন জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার । কুমারগঞ্জের বাসিন্দা শাহেনশা মোল্লা আগে তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত ছিলেন । সাংগঠনিক পদ পাওয়ায় আরও ভালো কাজ করবেন বলে জানিয়েছেন শাহেনশা মোল্লা । 


জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, রাজ্য সভাপতির নির্দেশে এদিন তিনি নিয়োগপত্র দিয়েছেন । জেলায় আরও শক্তিশালি হবে যুব তৃণমূল কংগ্রেস ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here