কোচবিহার:—নন্দীগ্রামের ভোটের পর উত্তরবঙ্গের নির্বাচনি জনসভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।শনিবার কোচবিহার দুটি সভা করেন শুভেন্দু অধিকারী ।একটি কোচবিহারের মাথাভাঙা বিধানসভার নিশীগঞ্জ সীটকি বাড়িতে মাথাভাঙ্গা বিজেপি প্রার্থী সুশীল বর্মন এর সমর্থনে জনসভা করেন । মাথাভাঙ্গা জনসভা করার পর তিনি দিনহাটা রওয়ানা দেন । দিনহাটা সঙ্গতি ময়দানে দিনহাটা বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক এবং সিতাই বিধানসভা বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের সমর্থনে জনসভা করে । দিনহাটার সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা প্রশাশক ভূষণ সিং ।
মাথাভাঙ্গা দিনহাটা দুটি সভাকে মূলত বিজেপির ইশতেহার সম্পর্কে তুলে ধরেন । এছাড়া বিভিন্নভাবে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী
