একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের পাশে মদের আসরে বন্ধুদের সাথে বচসায় খুন হলো এক যুবক

0
971

রায়গঞ্জ:–-একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের পাশে মদের আসরে বন্ধুদের সাথে বচসায় খুন হলো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে। গতকাল গভীর রাতের এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেন রায়গঞ্জ থানার পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। নাজিরপুর গ্রামেরই বাসিন্দা মৃত যুবকের নাম দেবাশীষ গুপ্ত ( ২৫)। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত স্বাধীন দাস সহ মোট দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার মহারাজা এলাকার নাজিরপুর গ্রামে একটি নাম সংকীর্তন অনুষ্ঠান চলছিল। রাতভর এই অনুষ্ঠানের কাছেপিঠেই মদের আসর বসিয়েছিল একদল যুবক। সেখানেই দেবাশীষ গুপ্ত নামে ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়। ভারী কিছু দিয়ে মৃতের নিম্নাঙ্গ থেঁতলে দেওয়া হয়। মৃত যুবক দেবাশীষ গুপ্তের মায়ের অভিযোগ, দুদিন আগেই আমার ছেলেকে কয়েকজন যুবক খুব মারধর করে। স্থানীয় মহারাজা হাসপাতালে ভর্তিও হয়েছিল দেবাশীষ। শুক্রবার সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসে। রাতে বাড়ির গেটে তালা লাগিয়ে দিয়ে খেয়েদেয়ে শুয়ে পড়ে তারা। মায়ের অভিযোগ, রাতের অন্ধকারে গেটের তালা ভেঙে দেবাশীষকে তুলে নিয়ে যায় দুস্কৃতীরা। গ্রামেরই এক জায়গায় মদের আসরে তাঁকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে দুস্কৃতীরা। শনিবার সকালে নাজিরপুর গ্রামে একটি মদের আসর থেকে উদ্ধার হয় দেবাশীষের মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাজিরপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিকে মৃত যুবক দেবাশীষের মা ছেলের খুনীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here