রাজনৈতিক নেতাদের উদাসীনতায় ভোটের মুখে করোনা নিয়ে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর, মাস্ক পড়ার আবেদন জানিয়ে রাস্তায় নামছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৪ মার্চ––––– বিধানসভা নির্বাচনে সকলের চিন্তা বাড়িয়ে নতুন করে করোনার সংক্রমণ দক্ষিণ দিনাজপুর জেলায় । আক্রান্তের সংখ্যা বাড়বার পাশাপাশি রাজনৈতিক নেতাদের উদাসীনতায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর । সকলকে মাস্ক পড়ার আবেদন জানিয়ে সচেতনতার প্রচারে নামছে জেলা স্বাস্থ্য দপ্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ।

সাপ্তম দফার নির্বাচনের জন্য এখনো এক মাসের অপেক্ষা দক্ষিণ দিনাজপুরে । তার আগে থেকেই জেলার বিভিন্ন প্রান্তে চলছে রাজনৈতিক দলগুলির জোর প্রচারাভিযান । আর তাকে ঘিরেই উদ্বেগ বড়ছে স্বাস্থ্য দপ্তরের । ছোটো বড় প্রতিটি সভায় জনসমাগম থেকে অজান্তেই ছড়িয়ে পড়তে পারে করোনা বলেই মনে করা হচ্ছে । গত মাসে জেলায় মাত্র ৩ -৪ জন আক্রান্তের সংখ্যা থাকলেও ইতিমধ্যে সেই সংখ্যা ১১ – ১২ জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর । ২৬শে এপ্রিল জেলায় ভোট আসার আগে সেই সংখ্যা আরও মারাত্মক হতে পারে বলেই মনে করছে জেলা স্বাস্থ্য দপ্তর। ভিনরাজ্য থেকে আসা ভোটারদের আগমনেই সেই সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। শুধু তাই নয়, রাজনৈতিক নেতৃত্বদের মাস্কের না ব্যবহার ও চরম উদাসীনতায় ভোটের আগে করোনার ভয়ংকর রুপ নেওয়ার আশঙ্কাও স্বাস্থ্য ভবনের। আর যার জেরে ইতিমধ্যে করোনা রুখতে জেলা জুড়ে প্রচার শুরু করতে আসরে নামছে স্বাস্থ্য দপ্তর । রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার পাশাপাশি একাধিক সোশ্যাল মিডিয়া ও কেবলের মাধ্যমে চালানো হবে এই সচেতনতা অভিযান বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য অধিকর্তা।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রয়েছে । করোনা যাতে নতুন করে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য সকলকে মাস্ক পড়তে হবে । এনিয়ে ভোটের মুখে রাজনৈতিক নেতৃত্বদের সচেতন করতে তাদের তরফে চালানো হবে জোর প্রচারও।