প্রতিরক্ষামন্ত্রীর আসার একদিন আগেই দক্ষিণ দিনাজপুরে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন ঘোষনার আগেই শহরে শুরু হল টহলদারি

0
808

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি— কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর জেলা সফরের আগেই দক্ষিন দিনাজপুরে এসে পৌছালো কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচনের আগেই বালুরঘাটে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহলদারী। বৃহস্পতিবার বিকেলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছাতেই রীতিমতো গুঞ্জন শুরু হয় জেলার সদর শহর বালুরঘাটে। শহরের নদী পার এনসি হাইস্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন এলাকা জুড়ে রুটমার্চও  করা হয় বাহিনীর তরফে। উল্লেখ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় দুই কোম্পানির বাহিনী মোতায়েনের আবেদন মঞ্জুর হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর জেলা সফরের আগের দিন এক কোম্পানি বিএসএফ বাহিনী পৌছাতেই রীতিমতো আলোড়ন পড়ে দক্ষিণ দিনাজপুরে। এদিন  বাহিনীর রুট মার্চ ঘিরে ভোটের আগেই শহরে তৈরি হয়েছে ভোটের আবহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here