রায়গঞ্জ:-” সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা ” এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ জেলা আয়োজিত সুবিশাল র্যালির মাধ্যমে ৩২ তম রোড সেফটি মান্থ সমাপ্তি অনুষ্ঠা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্পের অঙ্গ হিসেবে সারা বছর ধরে নানান সচেতনতামূলক প্রচার ও অনুষ্ঠানের পাশাপাশি বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বর্নাঢ্য এক অনুষ্ঠান করা হল। ” অবজারভ্যান্স অফ ৩২ রোড সেফটি মান্থ ” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, ডিএসপি ট্রাফিক রিপন বল, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। অনুষ্ঠান শুরুর আগে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, এনসিসি বাহিনী ও সিভিল ডিফেন্স বাহিনী নিয়ে বর্নাঢ্য এক সচেতনতামূলক শোভাযাত্রা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। রায়গঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পড়িয়ে দিয়ে সচেতন করা হয়। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, আপনার জীবনের জন্য, আপনার পরিবারের জন্য পথ নিরাপত্তা সকল মানুষকেই মেনে চলতে হবে৷ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১৬ সালে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের ফলে সারা রাজ্যে উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনার সংখ্যা কমে গিয়েছে। সাধারন মানুষকে পথ নিরাপত্তা আইন সম্পর্কে সচেতন করতে সারা বছর ধরে অনেক কর্মসূচি গ্রহন করা হয়েছে। আজ রায়গঞ্জ শহরের বহু হেলমেট বিহীন বাইক চালকদের বাইক পড়িয়ে দিয়ে তাদের সচেতন করা হয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ” সড়ক সুরক্ষা জীবন সুরক্ষা ” এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ পুলিশ...