ভালোবাসা দিবসে পুলবামায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে বালুরঘাটে রক্তদান তপনের এক ঝাঁক যুবক-যুবতীর, রক্তদাতাদের উৎসাহ প্রদান তপন পঞ্চায়েত সমিতির সভাপতির

0
553

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৪ ফেব্রুয়ারী––– ভালোবাসা দিবসে স্বেচ্ছায় রক্ত দান করে পুলবামায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন এক দল যুবক যুবতী । হাসপাতালের মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়িয়ে রক্ত দান করেন তপন ব্লকের তারুন্যের সন্ধানে রক্তের বন্ধনে আবদ্ধ প্রায় ৩০ জন যুবক যুবতী । রবিবার  বালুরঘাট হাসপাতালে এসে স্বেচ্ছায় রক্ত দান করেন তারা । রক্ত দাতাদের উৎসাহ দিতে হাসপাতালে পৌঁছান তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস । ভ্যালেন্টাইন ডে তে যখন অনান্য যুবক-যুবতীরা এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবে পালনে ব্যস্ত, তখন সেই বিশেষ দিনে তপনের ওই যুবক-যুবতীদের এমন উদ্যোগকে স্বাদুবাদ জানিয়েছেন অনেকেই।

রক্তদাতা পৌলমী বিশ্বাস জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারী যখন অন্যান্য যুবক যুবতীরা বাইরে ঘুরে ঘুরে সময় নষ্ট করছে । সেখানে দাঁড়িয়ে তারা শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছেন । 
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here