বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পতিরাম পুলিশ ফাঁড়িকে থানা ঘোষণা করল রাজ্য সরকার

0
698

বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পতিরাম পুলিশ ফাঁড়িকে থানা ঘোষণা করল রাজ্য সরকার, খুশিতে আতশ বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ স্থানীয়দের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারী––– সাধারণ মানুষের দাবী মেনে পতিরাম পুলিশ ফাঁড়িকে থানায় রুপান্তর করল রাজ্য সরকার । শুক্রবার সরকারি নির্দেশিকা জারি হতেই রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পতিরামবাসী । যে খবর সামনে আসতেই  আনন্দে আতশ বাজি ফাটিয়ে পথচলতি মানুষজনকে মিষ্টি মুখ করাতে দেখা যায় পতিরাম যুব সমাজকে । শনিবার সকালেও এলাকায় সাধারন মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে । নব ঘোষিত ওই পতিরাম থানার ওসি হিসাবে দায়িত্বে রয়েছেন বিরাজ সরকার । বেশকিছুদিন ধরেই তিনি পতিরাম ফাঁড়ির দায়িত্ব সামলে আসছিলেন ।


  জানাগেছে, বালুরঘাট থানার বোল্লা, নাজিরপুর, পতিরাম, গোপালবাটি এবং কুমারগঞ্জ থানার বটুন পঞ্চায়েত নিয়ে গঠিত নব ঘোষিত এই পতিরাম থানা ।  আগে যেকোন প্রশাসনিক বিভিন্ন কাজে পতিরাম সহ প্রায় পাচটি গ্রাম পঞ্চায়েতের মানুষজনকে ১৪ থেকে ১৫ কিলোমিটার দূরে বালুরঘাট ও কুমারগঞ্জে যেতে হত । কিন্তু বর্তমানে পতিরাম ফাঁড়িকে থানা ঘোষণা করায় বাসিন্দাদের সেই অসুবিধা দূর হল বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য, ব্রিটিশ আমলে এই পতিরামে একটি থানা  থাকলেও পরবর্তীতে  তা কালের পরিবর্তনে জেলার সদর শহর  বালুরঘাটে আনা হয় ওই থানাটি । কিন্তু ওই এলাকার মানুষজনের সুবিধার্থে পরবর্তীতে পতিরামে একটি পুলিশ ফাঁড়ি করা হয়েছিল । কিন্তু বিভিন্ন কাজে সমস্যা হওয়ায় দীর্ঘদিন ধরে থানার দাবী করে আসছিলেন পতিরাম সহ আশপাশের বিভিন্ন এলাকার বাসিন্দারা । অবশেষে বিধানসভা নির্বাচনের আগে বাসিন্দাদের সেই দাবিকে গুরুত্ব দিয়ে তাদের আবদার পূর্ণ হয় রাজ্য সরকারের হাত ধরেই। 

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, জেলা থেকে আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল । রাজ্য তা অনুমোদন করেছে । সেখানে পুলিশের সংখ্যা বাড়িয়ে দিয়ে আগামী ১৫ তারিখ থেকে চালু করা হবে । বর্তমানে ওসি থানা হিসাবেই কাজ চলবে সেখানে । 

স্থানীয় বাসিন্দা খগেন্দ্রনাথ সাহা জনিয়েছেন, খুবই আনন্দিত তারা । রাজ্য সরকার তাদের কথা শুনেছেন সেই জন্য সমগ্র পতিরাম বাসীর তরফে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here