একশো দিনের কাজে নিযুক্ত কর্মীদের স্থায়ীকরনের দাবীতে আন্দোলন তপনে, জেলা শাসক ও বিডিওকে স্মারকলিপি সংগঠনের

0
578

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১০ ফেব্রুয়ারী:-স্থায়ীকরন সহ একাধিক দাবীতে আন্দোলনে নামলো এমজিএনআরইজিএ কর্মী সংগঠন । বুধবার সংগঠনের তরফে বেশকিছু কর্মীসমর্থক তপন বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করেন । সম কাজে সম বেতন, ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিতকরন সহ সাত দফা দাবীতে এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন সংগঠনের সদস্যরা । এদিন জেলা শাসকের কাছেও দাবীপত্র পেশ করেছেন এমজিএনআরইজিএ জেলা সংগঠন । 


সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ গোপাল অধিকারী জানিয়েছেন, দীর্ঘ দিন কাজের পরেও তাদের চাকরি ষাট বছর পর্যন্ত সুনিশ্চিত হয়নি । সম কাজে সম বেতন না দেওয়া সহ অন্যান্য দাবীতে ডেপুটেশন কর্মসূচী নেওয়া হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here