পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৯ ফেব্রুয়ারী––– বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়াল লিখন কালি দিয়ে মুছে জয় বাংলা লিখে দেওয়ার ঘটনায় উত্তেজনা । মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ঘটনা। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী । এমন ঘটনায় তৃণমূলকে নিশানা করে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্বরা । যদিও শাসক দলের তরফে এমন অভিযোগ অস্বীকার করে বিজেপির সস্তা ভোট প্রচারের দাবি করা হয়েছে।

ভোটের আগেই ভোট যুদ্ধ বালুরঘাটে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শহরের ৭ নম্বর ও ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সীমানা প্রাচিরে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে কোথাও যুব নেতা কর্মীরা আবার কোথাও প্রমীলা বাহিনী ওই সব দেওয়াল লিখনে তৃণমূলকে হুশিয়ারি দিয়ে বাংলা ছাড়া করবার বার্তা দেন । সোমবার রাতের অন্ধকারে সেই সব লিখন কালি দিয়ে সুকৌশলে মুছে দেওয়ার পাশাপাশি জয় বাংলা লিখে দেবার ঘটনাও সামনে এসেছে । মঙ্গলবার সকালে যে ঘটনার খবর সামনে আসতেই এলাকায় ছুটে যান জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত সহ অনান্য নেতা ও কর্মীরা । এই ঘটনায় শাসক দলের দুস্কৃতিদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি । যদিও অভিযোগ অস্বীকার করে ভোটের আগে বিজেপির সস্তা প্রচারের কৌশল বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বরা। এদিন ঘটনার খবর পেয়েই এলাকায় পুলিশ পৌছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তে নামে ।

বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত জানিয়েছেন, রাতের অন্ধকারে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে। সংষ্কৃতির শহর বালুরঘাটে অপসংস্কৃতি আনছে রাজ্যের শাসক দল ।