গঙ্গারামপুর পৌরসভার প্রসাশক বোর্ডের চেয়ারপার্সনের প্রচেষ্টায় গ্রীনসিটি প্রকল্পে শহরের বিভিন্ন ওয়ার্ডে আলো বাতিতে সাজিয়ে তোলা হয়েছে।

0
546

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, ২ ফেব্রুয়ারি, দক্ষিণ দিনাজপুর:-সমস্ত পৌরবাসীর অন্ধকার দূর করে শহরের বিভিন্ন ওয়ার্ড গুলোকে আলোয় আলোকিত করে তুলতে অভিনব উদ্যোগ নিল পৌর প্রশাসক বোর্ড। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার প্রশাসকগণের চেয়ারপার্সনের প্রচেষ্টায় গ্রীনসিটি প্রকল্পে শহরের বিভিন্ন ওয়ার্ডে এলইডি আলোবাতি লাগানোর কাজ শেষ করে তার উদ্বোধন করে দেওয়া হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পৌরসভার এলাকাবাসীরা।

                                 গঙ্গারামপুর পৌরসভারটি গড়ে ওঠে  ১৯৯৩ সালে। পৌরসভার জন্ম লগ্ন থেকেই তা ছিল বামেদের দখলে। ২০১৫ সালের পৌরসভা ভোটে সরকারের উন্নয়নের কারণে শাসকদল ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করে। তার মধ্যে ২টি ওয়ার্ডে বিনা ভোটেই জয়লাভ করে শাসক দলের প্রার্থীরা। পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমানে তৃণমূলের জেলা চেয়ারম্যান বিপ্লব মিত্রের ভাই যুবক প্রশান্ত মিত্র। পৌরসভার দায়িত্ব নেবার পর এই তিনি উন্নয়নমূলক কাজে মনোযোগী হন। বিগত দিনে না-হওয়া পৌরসভার একাধিক উন্নয়নমূলক কাজ শুরু করেন তৃণমূলের এই পৌরসভা। বর্তমানে প্রশান্ত মিত্র এখন প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন রয়েছেন। পুরসভা সূত্রে খবর,পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বাসিন্দা রয়েছে প্রায় ৬০ হাজারের মতো। পরিবার রয়েছে প্রায় ১২ হাজারের মতো।পৌরসভা এলাকায় দিনমজুর খেটে খাওয়া মানুষের পাশাপাশি, ব্যবসায়ী, চাকুরীজীবী মানুষের সংখ্যা নেহাতি কম নেই।         

    চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানালেন, গ্রীনসিটি সহ বিভিন্ন প্রকল্পে শহরবাসীর আলোয় আলোকিত করে তোলা হয়েছে। এতে শহরবাসীরা অনেক উপকৃত হবে।                             

  আমাদের ক্যামেরা রাতের আলোয় আলোকিত দিনের মতো শহরে বের হয়েছিল শহরের অলি থেকে গলি প্রায় সমস্ত জায়গায়। তাতে গঙ্গারামপুর পৌরসভার নাগরিক তথা রাতে পথচলতি মানুষজন সন্তূ দাস, গৌতম দাস, সঞ্জয় তিওয়ারিরা পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, আর পথ চলতে কোন অসুবিধা হচ্ছে না। রাত এখন হয়েছে দিন। আন্তরিক অভিনন্দন চেয়ারপার্সনকে।         

     চেয়ারম্যানের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here