এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ এলাকায়।
রায়গঞ্জ:–বুধবার রাতে চৈনগর গ্রাম পঞ্চায়েতের নওঘাটা এলাকায় রাস্তার পাশে থাকা নয়নজুলি তে গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ দেখতে পায় কিছু গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই যুবকের নাম রাজীব লোচন সরকার (২৫) বাড়ী ৩নং নওদা গ্রামপঞ্চায়েতের ভানইল গ্রামে। পেশায় দিল্লীতে এক প্লাইউড কোম্পানীতে কর্মরত ছিল রাজীব। পরিবার সূত্রে জানা গেছে বুধবার পাশের বাড়ীর একজনের মোটরবাইক নিয়ে বিন্দোলের উদ্দেশ্যে রওনা হয়। রাতে বাড়ী না ফেরায় পরিবারের লোকেরা খোঁজার শুরু করতেই সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে পরে এলাকাজুরে। কি বা কেন এই ঘটনা ঘটছে সে বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছে না বলে জানিয়েছে মৃত যুবকের কাকা পরেশ সরকার। তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরেশ বাবু। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।





















