ইসলামপুর:-আইএসআই ও মাওবাদীদের মেলবন্ধনে দিল্লিতে কৃষক আন্দোলন সংঘটিত হয়েছে, গত কালের ঘটনায় সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত” ইসলামপুরের জীবন মোড় এলাকায় চায় পে চর্চার বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পাশাপাশি সায়ন্তন বসু বলেন, “এখন থেকে যেখানেই দিদিমনি বক্তব্য দিতে উঠবেন আমরা জয় শ্রীরাম স্লোগানের টেপ বাজিয়ে দেবো। এই সেই জেলা যেখানে তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছিল বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা আর আমাদেরকে বলা হয় বহিরাগত। এবারের নির্বাচনে হিংসা হবে না কারণ দিদির পুলিশ থানা সামলাবে আর দাদার পুলিশ রাস্তায় থাকা তৃণমূলের দুষ্কৃতীদের পেটাবে।” পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের খতিয়ান দিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্প বাস্তবায়িত করতে গেলে সরকারটাই উঠে যাবে বলে মন্তব্য সায়নতন বসুর। এছাড়াও সায়নতন বসু বলেন, “বাংলার কৃষকরা কৃষি আইনের পক্ষে আছেন, দালালরাজ খতম হবে তাই এই অস্ত্বিত্ব শেষ হয়ে যাওয়া ফরওয়ার্ড ব্লকদের এতো কান্নাকাটি। দিল্লির লালকেল্লার ঘটনায় চূড়ান্ত অরাজকতা, দেশবিরোধী শক্তির মদত রয়েছে, সরকারের উচিত কঠোরতম ব্যবস্থা নেওয়া।” এদিনের চায় পে চর্চা কর্মসূচী উত্তরবঙ্গের জোন কনভেনর শ্যামচাঁদ ঘোষ, বিজেপি নেতা প্রবীর দাস, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, মহিলা মোর্চা টাউন সভাপতি কল্যাণী সেন, টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য, যুব মোর্চা টাউন সভাপতি জয় দত্ত, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক চিত্রজীৎ রায়, জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস সহ প্রচুর দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে পথসভায় পরিণত হয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আইএসআই ও মাওবাদীদের মেলবন্ধনে দিল্লিতে কৃষক আন্দোলন সংঘটিত হয়েছে, গত কালের ঘটনায়...