বালুরঘাট, ২৫ জানুয়ারি – গঙ্গারামপুরের নারায়ানপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশি হেফাজতে থাকা দুই জনকে নিয়ে তদন্তে নেমে ৯ রাউন্ড গুলি সহ একটি কার্বাইন উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি সুকদেবপুর এলাকা থেকে পুলিশ এক ব্যাক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। তার কাছ থেকেও এক রাউন্ড গুলি সহ একটি দেশি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এক সাংবাদিক বৈঠকে এই উদ্ধার হওয়ার ঘটনাটি জানান।এর পাশাপাশি তিনি বলেন জেলায় ইতিমধ্যে কড়া নজরদারির ও অভিযান চালিয়ে আসছে পুলিশ। গতকাল গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকা থেকে এক রাউন্ড গুলি সহ একটি দেশি পাইপগান পুলিশ উদ্ধার করেছে। পুলিশ ননী গোপাল রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ।জেলা পুলিশ সুপার আরও জানান, গঙ্গারামপুরের নারায়নপুরের ঘটনায় জড়িত পলাতক অন্যজনকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও পুলিশি হেফাজতে থাকা অলক দাস নামে এক অভিযুক্তকে সাথে নিয়ে নারায়ানপুরে তদন্তে গিয়ে একটি কারবাইন ও নয় রাউন্ড গুলি গঙ্গারামপুর থানার পুলিশ উদ্ধার করে।