গ্রুপবাজি বরদাস্ত নয়, পুরনো কর্মীদের প্রাধান্যেই দল এগোবে। চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই হুশিয়ারি বিপ্লব মিত্রের।

0
838

গ্রুপবাজি বরদাস্ত নয়, পুরনো কর্মীদের প্রাধান্যেই দল এগোবে। চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই হুশিয়ারি বিপ্লব মিত্রের।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৭ জানুয়ারী–––  চেয়ারম্যানের দায়িত্ব পেতেই দলের গ্রুপবাজি বন্ধে কড়া বার্তা দিলেন বিপ্লব মিত্র । পুরনো কর্মীদের প্রাধান্য দিয়েই জেলায় এগোবে তৃণমূল, দাবী বিপ্লব মিত্রের । রবিবার কলকাতা থেকে সড়কপথে মালদায় ফিরতেই বিপ্লব মিত্রকে স্বাগত জানাতে হাজির হন কয়েক হাজার কর্মী সমর্থক । যার জেরে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। এরপরেই সেখান থেকে কয়েকশো গাড়ির কনভয় নিয়ে জেলায় প্রবেশ করেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। রাস্তায় বিভিন্ন এলাকায় তাঁর গাড়ি থামিয়ে সংবর্ধনা দেন কর্মী সমর্থকরা ।এদিন গঙ্গারামপুরের স্থানীয়  একটি ক্লাবেও তাকে সংবর্ধনা জানানো হয়েছে সদস্যদের তরফে । 

বিপ্লব মিত্র জানিয়েছেন, নেত্রীর নির্দেশ মেনে সকল পুরোনো  নেতাকর্মীদের প্রাধান্য দিয়েই দল পরিচালনা করবেন তিনি ।  লোকসভার পুনুরাবৃত্তি যাতে না হয় সেই দিক বিশেষ ভাবে দেখবেন । আগামী মঙ্গলবার সকলকে নিয়ে বৈঠক করে দলের রূপরেখা ঠিক করা হবে । পাশাপাশি দলের অভ্যন্তরে থাকা ছোট বড়ো যেকোনো সমস্যায় আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধান করবেন।***

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here