গঙ্গারামপুরের সুভাষ পল্লীতে সুস্পর্শ নামে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলে গরিব মানুষজনদের পাশে থাকার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।

0
2743

   শীতল চক্রবর্তী গঙ্গারামপুর, ১৭ জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর:-জেলাতে প্রথম বিরাট মাপের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলে গরিব মানুষজনদের পাশে থেকে স্বাস্থ্য পরিষেবা দেবার কথা জানালেন সুস্পর্শ হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুভাষপল্লী এলাকায় এই হাসপাতালের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকেরা। সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখান থেকে উন্নত মানের পরিষেবা পাবেন গঙ্গারামপুর সহ জেলাবাসী। গঙ্গারামপুর শহরে এক ছাতার তলায় এমন একটি স্বাস্থ্য পরিষেবা চালু করায় খুশি হয়েছেন সকলেই। প্রথম দিনেই সেখানে পরিষেবা নিতে ভিড় হয়েছিল ব্যাপক।                        

     গঙ্গারামপুর তথা দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই সর্বপ্রথম  সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে গঙ্গারামপুর শহরের সুভাষপল্লী এলাকাতে। ফিতে কেটে এই হাসপাতালের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি  দত্ত সহ বিশিষ্ট চিকিৎসকেরা। সেখানে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, পৌর প্রশাসক বোর্ডের সদস্য অশোক বর্ধন, রাকেশ পন্ডিত, জেলার সাংবাদিকদের উল্লেখযোগ্য সংগঠন গঙ্গারামপুর সাভডিভিশনাল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত কুমার দাস, প্রফেসার রেজাউল করিম, বিশিষ্ট চিকিৎসক শীবেন্দ্রনাথ দাস, সংস্থার ফাউন্ডার মেম্বার প্রণব সাহা, সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতালের ডাইরেক্টর শোভন দাস সহ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ জন্য উপস্থিত ছিলেন।          

    সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, সেখানে ১০০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে।গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা এক ছাতার তলায় তাদের সাধ্যের মধ্যে ২৪ ঘন্টা ধরে স্বাস্থ্য বিভাগের সমস্ত পরিষেবা পাবেন। সেখানে স্বাস্থ্য দপ্তরের এমন কোন পরিষেবা নেই যে তারা দিতে পারবে না। অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এখান থেকে পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই হাসপাতালের সঙ্গে যেমন কলকাতার রবীন্দ্রনাথ টেগোরের যৌথ প্রয়াস রয়েছে, তেমনি প্রায় বহু  নাম করা চিকিৎসকেরা সেখানে যুক্ত রয়েছেন। ফলে সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেই সব ধরনের পরিষেবা পেয়ে বাসিন্দারা উপকৃত হবেন সঠিক মূল্যে বলে কর্তৃপক্ষের আশা।                            

          জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত জানিয়েছেন, গঙ্গারামপুরে এমন একটি পরিষেবা চালু হওয়ায় আমি আশা করছি এ জেলার মানুষজনকে স্বাস্থ্য পরিষেবার জন্য মালদা বা উত্তর দিনাজপুরে যেতে হবে না। তারা এখান থেকেই সমস্ত ধরনের উল্লেখযোগ্য পরিষেবা পেয়ে যাবেন।                       

        সুস্পর্শ সুপার স্পেশালিটির অন্যতম কর্মকর্তা, রেজাউল করিম, বিশিষ্ট চিকিৎসক শীবেন্দ্রনাথ দাসেরা জানিয়েছেন, জেলাবাসী এখান থেকে সব ধরনের উন্নত মানের পরিষেবা পেয়ে যাবেন। ফলে জেলায় এমন একটি স্বাস্থ্যপরিসেবা মানুষজনের কাছে গ্রহণযোগ্য হবেই সব সময় সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।            

                সংস্থার ফাউন্ডার মেম্বার চিকিৎসক প্রণব সাহা,সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতালের ডাইরেক্টর শোভন দাঁসেরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি যে সমস্ত স্বাস্থ্যপরিসেবা পেতে বাইরে যেতে হতো বাসিন্দাদের। এখন আর অন্য কোথাও তাদের যেতে হবে না। তাছাড়া রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আমরা সমস্ত মানুষজনকে এখান থেকে পরিষেবা দেব।            

     সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হবার পরেই রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে  সমস্ত পরিষেবা দেবার কথা জানানোয় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, বিশিষ্ট সমাজসেবী তথা শাসকদলের মেডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাসও।                          

    প্রথম দিনেই সুস্পর্শ সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা নেওয়ার ভিড় জমে ছিল সেখানে। নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here