আগামী ৭জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সাফল্য করতে জেলা কিষাণ ক্ষেত মজুর ও জেলা সংখ্যালঘু সেলের ডাকে কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন

0
623

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর,২জানুয়ারি;— আগামী ৭জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সাফল্য করতে জেলা কিষাণ ক্ষেত মজুর ও জেলা সংখ্যালঘু সেলের ডাকে কর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর তৃণমূল কার্যালয়ে। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ বেশকিছু জেলা নেতৃত্ব রা।
আগামী বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা করতে আসছেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভাকে সার্থক রূপ দিতে শনিবার দুপুরে গঙ্গারামপুরের চৌপতি এলাকার তৃণমূল কার্যালয়ে জেলা কিষাণ ক্ষেত মজুর ও জেলা সংখ্যালঘু সেলের ডাকে কর্মীদের নিয়ে জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। যে আলোচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কর্মীদের উদ্দেশ্যে বার্তার দিকটি তুলে ধরা হয়, এছাড়াও বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা একত্রিত হয়ে বিরোধীদের রাজনৈতিক লড়াই হারানোর দিক টা তুলে ধরেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, জেলা পরিষদের সহ সভাধিপতি ললিত তিজ্ঞা, জেলা কিষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি আবু হায়দার আলী,জেলা সংখ্যালঘু সেল এ সভাপতি মোজাম্মেল হক,সহ আরো অনেকেই।

এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কে সামনে রেখে জেলার দুটি সংগঠনের তরফে কর্মীদের নিয়ে জনসভার প্রস্তুতি করা হলো।

এ বিষয়ে জেলার সংখ্যালঘু সেল এর সভাপতি মোজাম্মেল হক ও কার্যকরী সভাপতি জানিয়েছেন, গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার সাফল্য মন্ডিত করতে জেলার সমস্ত কর্মীদের সেই জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা সংখ্যালঘু সংগঠনের তালিকা কর্মীদেরকে নিয়ে আলোচনা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here