বালুরঘাটে ডাইনি অপবাদে ঘরছাড়া পাচ মাসের গর্ভবতী আদিবাসী মহিলা ও তার শিশুকন্যা।

0
1257

বালুরঘাটে ডাইনি অপবাদে ঘরছাড়া পাচ মাসের গর্ভবতী আদিবাসী মহিলা ও তার শিশুকন্যা। দিলেন দুই জানগুরুর কাছে সক্ষমতার পরীক্ষাও।

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ৩০ অক্টোবর  —— ডিজিটাল যুগেও কুসংস্কারের বাড়বাড়ন্ত। ডাইনি অপবাদে ঘরছাড়া পাচ মাসের গর্ভবতী আদিবাসী মহিলা। একই অপবাদে ঘরছাড়া মহিলার পাচ বছরের শিশুও। চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাটের বোল্লা গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের। গ্রামবাসীদের দাবিমতো জানগুরুর কাছে দুবার পরীক্ষা দিয়েও মেটেনি ডাইনি অপবাদ। মিলছে প্রাননাশের হুমকি। চরম আতঙ্কে দিন কাটছে অসহায় ওই আদিবাসী পরিবারের। ঘটনা জানিয়ে নয়জনের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও আদিবাসী পরিবারটির মেলে নি সেভাবে কোন নিরাপত্তা। যদিও অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামা হয়েছে বলে জানিয়েছে বালুরঘাট থানার পুলিশ।

  জানা যায়, প্রায় ছবছর আগে পতিরামের বর্ষাপাড়ার বাসিন্দা চুনকা কিস্কুর মেয়ে স্বপ্না কিস্কু পাহানের সাথে বিয়ে হয় বোল্লার চন্দন পাহানের সাথে। বাবা-মা ছাড়াও চন্দনের পরিবারে রয়েছে এক বছরের শিশুকন্যাও। অভিযোগ, প্রায় দুবছর আগে এলাকার এক শিশুর জলে ডুবে মৃত্যুর পর থেকেই গ্রামবাসীদের রোষের মুখে পড়েন স্বপ্না। যখন থেকেই বিভিন্ন সময়ে স্বপ্নাকে ডাইনি বলতেন গ্রামবাসীরা বলে অভিযোগ। যা ভয়ংকর রুপ নেয় ২২ অক্টোবর তারিখে। স্বপ্না ও তার পরিবারের লোকেদের অভিযোগ, ওইদিন সন্ধ্যায় স্থানীয় বেশকিছু মহিলা আচমকা তাদের বাড়িতে চড়াও হয়। যারা স্বপ্না ও তার পাচ বছরের শিশু কন্যাকে ডাইনি অপবাদ দিতে থাকেন। উত্তেজিতদের হাত থেকে কোনক্রমে পরিবারের লোকেরা স্বপ্নাকে রক্ষা করলেও বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে ওই গ্রামকে ডাইনি মুক্ত করার দাবি জানান গ্রামবাসীরা বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর স্বপ্নাকে ডাইনি প্রমান করতে দুই জানগুরুর কাছে নিয়ে যান গ্রামবাসীরা বলেও অভিযোগ । যেখান থেকে ওই গর্ভবতী মহিলা রেহাই পেলেও গ্রামবাসীরা তাদের ডাইনি সিদ্ধান্তে অটল থাকেন। আর এরপরেই আতঙ্কিত হয়ে ওই মহিলা তার স্বামী ও কন্যাকে নিয়ে ঘরছাড়েন। ঘটনা জানিয়ে বুধবার বালুরঘাট থানায় নয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই আদিবাসী মহিলা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

স্বপ্না কিস্কু পাহান ও চন্দন পাহানরা বলেন, গ্রামের কিছু মহিলার আচমকা ভর ওঠে এবং তার বাড়িতে চড়াও হয়ে তাকে ডাইনি অপবাদ দেয়। তারা স্বামী স্ত্রী শিক্ষিত। এইসব কুসংস্কার না মানলেও গ্রামের লোকেরা একত্রিত হয়ে তাদের ডাইনি অপবাদ দিয়ে তাড়া করে বেড়াচ্ছেন। পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। ঘরছাড়া হয়ে রয়েছেন তিনদিন ধরে। তারা চান কড়া হাতে প্রশাসন এসব কুসংস্কার বন্ধ করুক ও শান্তিভাবে থাকার ব্যবস্থা করুক।

সারথী মার্ডি নামে এক গ্রামবাসী বলেন, তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন। তারা সকলেই চান শান্তি। আলোচনার মাধ্যমে এর সমাধান হোক তারাও চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here