পুকুর থেকে ভেসে ওঠা মৃতদেহ কে দেখে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কড়খা এলাকায়।
শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর :- পুলিশ সূত্রে খবর মৃত ওই মহিলাটির নাম নিরো পাহান। গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল এই মহিলাটি, নিরো পাহান পূজার মধ্যে এ ছোটোখাটো অনুষ্ঠানে নিচে বেড়াতেন। শুক্রবার সকালে বুনিয়াদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কড়খার পাশে এক পুকুরে মহিলার মৃতদেহ ভেসে উঠা দেখতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভোটার এলাকা জুড়ে। সেই মৃতদেহ কে দেখতে ভিড় জামায় গ্রামের চারি পাশের প্রচুর লোকজন। তড়িঘড়ি বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেছেন। মধ্যক অবস্থায় পুকুরে পড়ে মারা গিয়েছে বলেই আশঙ্কা করছে প্রশাসন।
এলাকার বাসিন্দা অনিল পাহান জানিয়েছেন কড়খার এক মৃতদেহ ভেসে ওঠার কথা শুনে ছুটে এসেছি দেখতে। মৃতদেহটি উঠানোর পরে দেখলাম আমাদের পাশেই বাড়ি নিরো পাহান, গত মঙ্গলবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ তার মৃতদেহ পুকুর থেকে ভেসে ওঠে।
মধ্যক অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মারা গিয়েছে বলেই মনে করছেন এলাকাবাসী দাও।
আরো এক এলাকাবাসী গৌতম চৌধুরী জানিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কড়খা হাটখোলার পাশে এক পুকুরে মৃতদেহ ভেসে উঠেছে। সেটাই দেখতে এসে দেখি আমাদের পার্শ্ববর্তী বাড়ি নিরো পাহানের মৃতদেহটি পুকুরে ভেসে উঠেছে।