শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৯ অক্টোবর দক্ষিণ দিনাজপুর :- গত এক মাসের মধ্যে থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া বহু জিনিসপত্র পুলিশ ফিরে উদ্ধার করে আদালতের নির্দেশে তা পুলিশের তরফে ফেরত দেওয়া হল। সোমবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানাতে থানার বড়বাবু, টাউন বাবুদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করে আইসি তা প্রাপকদের ফেরত দেন। আইসি জানিয়েছেন, এটাই আমাদের একটা কাজের মধ্যে পড়ে। এমন ভাবে যে চুরি যাওয়া জিনিস পত্র ফেরত পাওয়া যায় তাহাতে পাবার পরে টোটো চালক, ভ্যান চালক, সাইকেলের মালিক, কম্পিউটার সেট, মন্দিরের বাড়ির বিদ্যুৎ চুরি যাওয়া জিনিস ফেরত পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
থানা সূত্রে খবর, গত একমাসের গঙ্গারামপুর থানা এলাকা থেকে দুটি টোটো একটি চালক, একটি ভ্যান সাইকেল কম্পিউটার সেট দুটি বাড়ির মন্দিরের চুরির ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ জানানোর পরে আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডুর নির্দেশে থানার বড়বাবু সমির মন্ডল টাউনবাবু শুভঙ্কর চক্রবর্তী অফিসার আসিরুল হক, বিরাজ সরকারের মতো দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা সহ মামলার তদন্তকারী রা ঘটনায় যুক্ত থাকার জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া টোটো ভ্যান সাইকেল কম্পিউটার সেট মন্দির থেকে চুরি যাওয়া বহু জিনিসপত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা গিয়েছে চুরি যাওয়া জিনিসপত্রগুলি ফেরত দেবার জন্য আদালতে আবেদন করা হয় আইসি তরফে। গঙ্গারামপুরের মহকুমা আদালত থেকে অনুমতি পেতেই সোমবার বিকেলে থানার মধ্যে সাংবাদিক বৈঠক করে আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু থানার বড়বাবু সমীর মন্ডল, টাউন বাবু শুভঙ্কর চক্রবর্তী অফিসার আসিরুল হক বিরাজ সরকারের সঙ্গে নিয়ে প্রাপকদের হাতে চুরি হয়ে যাওয়া উদ্ধার হওয়া জিনিস পত্র তুলে দিলেন।
আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন গত এক মাসে যে সমস্ত জিনিসপত্র গুলি চুরি হয়েছিল সেগুলি আদালতের নির্দেশে ফেরত দেওয়া হল। টিম গঙ্গারামপুর এমন কাজ সবসময় করে যাবে। শুধু সকলের যদি পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
পুলিশ প্রশাসনের মাধ্যমে চুরি যাওয়া এমন জিনিসপত্র ফেরত পাবার পরে দুজন জানিয়েছেন, আমরা ভাবতেই পারছিনা চুরির মালও এভাবে ফেরত পাওয়া যায় ধন্যবাদ জানাই আই সি সহ পুলিশ অফিসারদের।
গঙ্গারামপুর বাসি পুলিশ প্রশাসনের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন সকলেই।