হাতে মাত্র আর একটা দিন তারপরেই শারদ উৎসবে মেতে উঠবেন উৎসবমুখর বাঙালি।

0
825

চাঁচল:–হাতে মাত্র আর একটা দিন তারপরেই শারদ উৎসবে মেতে উঠবেন উৎসবমুখর বাঙালি। তাই শেষ মুহূর্তে মণ্ডপে মণ্ডপে দূর্গা পূজার প্রস্তুতি পরিদর্শনে পুলিশ প্রশাসন

সোমবার মালদা জেলার চাঁচল থানার পুলিশ প্রশাসন , চাঁচলের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করেন। কথা বলেন কমিটির কার্য কর্তাদের সঙ্গে ।
এদিনের পরিদর্শনে উপস্থিতচাচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

রাজ্য সরকারের প্যান্ডেলের সমস্ত পরিকাঠামো করোনা আবহের মধ্যে রাজ্য সরকার নির্দেশ মত স্বাস্থ্যবিধি মেনে হয়ছে কি তা নিশ্চিত করেন পুলিশ প্রশাসন । ভাইরাস সংক্রমণ রুখতে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করছে কিনা তাও কথা বলেন কমিটির সদস্যদের সাথে । পাশাপাশি সাউন্ড সিস্টেম ,জমায়েত ,পুজোর সময় অঞ্জলি যাতে বেশিবার হয় তার নির্দেশ দেন পুলিশ প্রশাসন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here