জলপাইগুড়ি:-এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। খবরের প্রকাশ রবিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পেছনে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে একটি সদ্যজাত শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ওই মৃত সদ্যজাত শিশুকে জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর শিশুটিকে মর্গেই রেখে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।