আলিপুরদুয়ার :—–-পূর্ব নির্ধারিত সুচি মেনে সেনাবাহিনীর কনভয় নিয়ে শুক্রবার সকাল ৯.২৫ শে শহীদ বিপুল রায়ের আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাড়িতে পৌঁছোন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখর।তার আগেই গোটা এলাকাটি নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী।

শহীদ বিপুল রায়ের পরিবারের সুবিধা-অসুবিধার কথা ধৈর্য ধরে শোনেন রাজ্যপাল।তিনি নিজে ব্যক্তিগত ভাবে সাড়ে পাঁচলক্ষ টাকা তুলেদেন শহীদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতে।আর রাজ্যপালের স্ত্রী বিপুলের মা কুসুম রায়ের হাতে তুলেদেন আরও সাড়ে পাঁচলক্ষ টাকা।যেহেতু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই শহীদ জওয়ানের স্ত্রীকে জেলা শাসকের দপ্তরে করণিকের চাকরি দেওয়া হয়েছে, তাই বিপুলের ছোটো ভাই বকুল রায়কে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন রাজ্যপাল।

ওই শহীদ পরিবারের সাথে প্রায় চল্লিশ মিনিট কাটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলন “এখানে রাজনীতি করতে আসিনি।দেশের জন্যে শহীদ হওয়া বীর জওয়ানের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।ভারত সঠিক দিশায় এগোচ্ছে।ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন।সে বিষয়ে কোনো মতান্তর নেই।আর ভারতের গৌরবকে বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গ অন্যতম দিশারী হবে।বাংলায় উন্নয়ন হচ্ছে।হিংসা বাংলার সংস্কৃতি নয়।আশা করবো তা সবাই মাথায় রাখবেন।” প্রসঙ্গত উল্লেখ্য জেলা প্রশাসনের কোন কর্তা কে কিন্তু দেখা যায়নি রাজ্যপালের এই সফর জুড়ে।