ওমপ্রকাশ ও গৌতমের হাত ধরে কংগ্রেসে ফাটল বালুরঘাটে, যুব কংগ্রেস নেতা সহ একাধিক নেতৃত্বর যোগদানে শক্তি বাড়ল ঘাসফুল শিবিরের।
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৬ অক্টোবর—— ওমপ্রকাশ মিশ্র ও গৌতম দাসের হাত ধরে বালুরঘাটে ঘর ভাঙলো কংগ্রেসের। জেলা যুব কংগ্রেস নেতা সুমিত দত্ত সহ বেশ কয়েকজন নেতৃত্বর তৃনমুলে যোগদানে বিধানসভা ভোটের আগে আলোড়ন দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা তৃণমূলের কার্যালয়ে ওম প্রকাশ মিশ্রের হাত ধরে তৃনমুলে যোগ দেন তারা। তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন ওমপ্রকাশ মিশ্র ছাড়াও জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমুলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, সুভাষ চাকি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
দলত্যাগী সুমিত দত্ত বলেন, তার হাত ধরে বেশকিছু ব্লক কংগ্রেসের নেতৃত্ব আজ তৃনমুলের পতাকা তুলে নিয়েছে। একদিকে বিজেপির বাড়বাড়ন্ত এবং অন্যদিকে প্রদেশ কংগ্রেসের নিস্ক্রিয়তায় তাদের মতো নেতা কর্মীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। মানুষের কাছে জবাব দেবার তাদের কোন ভাষা নেই। আর সেই কারনে বিজেপির একমাত্র বিরোধীকারী হিসাবে চিহ্নিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে সদলবলে যোগ দিয়েছেন।
জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস জানিয়েছেন, তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই কংগ্রেস ছেড়ে নেতাকর্মীরা তাদের দলে ফিরছেন। আরও দলে দলে লোক তৃণমূলের পতাকা তুলে নেবেন।
