দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনা, রুপা ও নগদ টাকা সহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

0
589

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সোনা, রুপা ও নগদ টাকা সহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা বড় আটিয়াবাড়ী এলাকায়। ঘটনায় অমিত বর্মন নামে ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

জানা গিয়েছে দিনহাটা ১ নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ী, পেউলাগুড়ি আল্লার বাজার এলাকায় নিজের সোনার দোকান বন্ধ করে প্রতিদিনের মত সোমবার রাতেও মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন অমিত বর্মন ও তার ভাই অনুকূল বর্মন।ফেরার পথে প্রথম খন্ড ভাগ্নি এলাকায় একদল দুস্কৃতি ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে অমিত বর্মনকে পেটে,গলায় ও হাতে আঘাত করা হয় বলে অভিযোগ। তারপর তাদের কাছে থাকা ৪ ভরি সোনা, ১২ ভরি রুপা ও নগদ প্রায় ৪০ হাজার টাকা সহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে অমিত বর্মন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ওই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here