রায়গঞ্জ:—-জমিতে গরুবাধা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে মৃত এক, আহত দুই জন।আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মহম্মদ হোসেন ( ৬০) । ঘটনাটি রায়গঞ্জ থানার রামপুর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর রামপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার রামপুর গ্রামপঞ্চায়েতের উত্তর রামপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ দুই প্রতিবেশী মহঃ হোসেনের সঙ্গে এশাহারের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। আজ সকালে সেই জমিতে মহঃ হোসেন তাঁর গরু বেধেছিলেন। গরু বাধা নিয়ে মহম্মদ হোসেন ও এশাহারের মধ্যে বিবাদ বাধে। মহম্মদ হোসেন গরু সরিয়ে নিয়ে বাড়িতে চলে এলেও অভিযোগ এশাহারের পরিবার লোকেরা মহঃ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে একটি গর্তে ফেলে দেয়। সেখানে তাকে কাঠের বাটাম ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। তাদের বাধা দিতে গিয়ে আহত হয় আরও দুইজন। গুরুতর আহত অবস্থায় মহঃ হোসেনকে সহ আরও দুইজনকে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎকেরা মহম্মদ হোসেনকে মৃত বলে ঘোষনা করেন। আহত দুজনকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।