চলন্ত মোটরবাইককে চারচাকা গাড়ির ধাক্কা বালুরঘাটে, মৃত্যু দুজনের। নয়ানজুলিতে ছিটকে পড়লো গাড়ি
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩ অক্টোবর— মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। চলন্ত মোটরবাইকে চারচাকা গাড়ির ধাক্কায় এই বিপত্তি ঘটে। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মালঞ্চা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সত্যেন পাহান এবং শংকর বাহান। হিলির তিওরের সাহাপুর এলাকার বাসিন্দা। আনুমানিক ৩০ বছর বয়সী ওই দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পড়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বালুরঘাট থেকে হিলির অভিমুখে নিজের বাড়িতে ফিরছিলেন ওই দুই যুবক। পথে মালঞ্চ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির চারচাকা মারুতি ভ্যান তাদের ধাক্কা মারলে নয়নজুলিতে পড়ে যায় গাড়ি দুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটর বাইক আরোহীর। যদিও ঘটনার পর কোনক্রমে এলাকা থেকে পালিয়ে যায় চারচাকা গাড়ির চালক সহ যাত্রীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে গাড়ি দুটি উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।
মৃতের আত্মীয় উত্তম পাহান জানিয়েছেন, রাতেই তাকে খবর দেওয়া হয় এই দুর্ঘটনার। তিনি ছুটে গিয়ে ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে ওঠেন।