জলপাইগুড়ি:—বিভিন্ন চা বাগান থেকে কাঁচা চা পাতা চুরি হয়ে যাচ্ছে। তাই পাতা চুরি রোধে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি ও পুলিশ প্রশাসনের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পুলিশ সুপার অফিসে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার এর উপস্থিতিতে এদিন ক্ষুদ্র চা চাষী সমিতির সদস্যদের নিয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। মূলত জলপাইগুড়ি সদর ব্লক ও রাজগঞ্জ ব্লকের বিভিন্ন চা বাগান থেকে কাঁচাপাতা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। আর এই চুরি রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই আলোচনা চলে বৈঠকে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, প্রায় 25000 বাগান রয়েছে ক্ষুদ্র চা চাষীদের। জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জ ব্লক থেকে কাঁচা পাতা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই চুরি রোধে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই আলোচনা হয়। তিনি বলেন পুলিশ প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।