দিন কয়েকের প্রবল বৃষ্টিতে যেন ২০১৭ সালের স্মৃতি উসকে দিল এবছরের মহানন্দার জল।

0
1342

চাঁচল:--দিন কয়েকের প্রবল বৃষ্টিতে যেন ২০১৭ সালের স্মৃতি উসকে দিল এবছরের মহানন্দার জল। গত কয়েকদিন ধরে সমগ্র উত্তরবঙ্গে প্রবল বর্ষণের জেরে উত্তরে সমস্ত নদীগুলো চরম বিপদসীমার উপর দিয়ে বইছে জল। আর সেই নদীর জল নদী উপচে প্রবেশ করছে গ্রামে। এদিকে উত্তর মালদহের চাচলে মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। কৃষিজমি কবেই নদীগর্ভে তলিয়ে গেছে। মহানন্দা নদীর জলে প্লাবিত হই গ্রামগুলি বর্তমানে এখন জল বন্দি অবস্থায় রয়েছে। চাচোল 1 নম্বর ব্লকের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের গালিমপুর, মথুরাপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ বর্তমানে জলবন্দি। মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছে মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের গালিমপুর এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি। গ্রামের বিভিন্ন দিকই থেকে মহানন্দা নদীর জল প্রবেশ করছে গ্রামের ভিতরে। ইতিমধ্যে বেশ কিছু গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় নিতে শুরু করেছে মহানন্দা নদীর বাঁধের উপরে।

জলবন্দি গ্রামবাসীদের অভিযোগ, গত তিনদিন ধরে মহানন্দা নদীর জল উঠছে গ্রামের ভিতরে প্রবেশ করছে কিন্তু মঙ্গলবার সন্ধ্যের পরে জল এতটাই বেড়েছে যে গ্রামের বহু পরিবার জল বন্দি হয়ে রয়েছে। গ্রামের বেশ কয়েকটি বাড়ি জলের তোড়ে ভেঙে পড়েছে। গ্রামের বাসিন্দারা ছোট ছোট দিঘী করে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাঁধের উপরে আশ্রয় নিচ্ছেন। কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত পঞ্চায়েত বা প্রশাসনের তরফ থেকে সাহায্য তো দূরের কথা কারো একঝলক দেখাও পাওয়া যায়নি।২০১৭ সালে যে বন্যা হয়েছিল এ বছর সেই বন্যা যেন আরো ভয়ানক হবে বলে মনে করছেন গ্রামের বাসিন্দারা। ওই পুরনো বন্যার স্মৃতি এখনো তাদের চোখে পুনরায় ভাসতে দেখা যাচ্ছে। জল এতটাই বাড়ছে যে গ্রামবাসীরা পুরোপুরি আতঙ্কে রয়েছেন এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here