বির্তকিত মুখের নাম জেলা যুব তৃনমূলের জেলা কমিটিতে রেখেই জেলা যুব সভাপতি জেলা কমিটির নামের তালিকা ঘোষণা করলেন।

0
1531

নিজস্ব সংবাদদাতা গঙ্গারামপুর, ২৪ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-বিতর্কিত মুখের নাম জেলা যুব তৃনমূলের জেলা কমিটিতে রেখেই জেলা যুব সভাপতি জেলা কমিটির নামের তালিকা ঘোষণা করলেন।দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা যুব তৃনমূলের সভাপতি কুশমন্ডির বাসিন্দা জেলা নেতৃত্বদের সামনে এই কমিটিতে থাকা সকলের নাম ঘোষণা করেন। যদিও বহু ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ঘটনায় যুক্ত থাকার পরেও তিনি কেন জেলা যুব সহ-সভাপতি পদে এই প্রশ্ন করাতেই জেলা তৃণমূল সভাপতি অবশ্য জানিয়ে দেন তাকে রাজ্য পার্টি নিতে বলেছেন। এমন জেলা সভাপতির মুখ থেকে এমন কথা শোনার পরে যুব সভাপতি ও মুচকি হাসি দিয়েছেন। যুব কমিটির ঘোষিত কিছু বিতর্কিত নাম কমিটিতে থাকায় শোরগোল পড়েছে জেলাজুড়ে। কুমারগঞ্জের যুব তৃনমূলের ব্লক সভাপতি অভিষেক গুহের বিরুদ্ধে কলেজের গেট ও পাঁচিল ভেঙে নদী থেকে বালি পাথর তুলে ব্যবসা করার অভিযোগ ওঠে।এই বালি মাফিয়া কান্ডের নায়ক হিসেবে যুবনেতার নাম উঠে আসায় বেশ শোরগোল পড়ে যায় কুমারগঞ্জ সহ জেলাজুড়ে। এমনকি ঠিকাদারি রাজ চালানোর অভিযোগ সহ বেশ কিছু অভিযোগ ওঠে তার নামে বলে সূত্রের খবর। ইতিমধ্যে রাজ্য তৃণমূল নেতৃত্ব দের নির্দেশে একসময় অভিষেক গুহকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়ে তাকে শোকজ করা হয়। তার উত্তরও তিনি দেন বলে খবর।

বৃহস্পতিবার বিকেলে যুব তৃনমূলের জেলা কমিটি গঠন করতেই সেই কমিটিতে সহ-সভাপতি হিসেবে চার নম্বরে অভিষেক গুহের নাম থাকায় সাংবাদিকরা জেলা সভাপতিকে প্রশ্ন করতে শুরু করেন। উত্তরের জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, রাজ্য নেতৃত্তের নির্দেশেই তাকে সেখানে বসানো হয়েছে।বাকি আরো যে তিন জনকে শোকজ করা হয়েছিল তাদের উত্তর পেলে তা রাজ্যে জানানো হবে। তারাই সেই সিদ্ধান্ত নেবে।

                           এদিন জেলা যুব তৃনমূলের সভাপতি অম্বরেশ সরকার জানিয়েছেন, রাজ্যের কমিটি পেয়েছি, পাঁচজনকে সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। পাঁচজনকে  সম্পাদক পদে বসানো হয়েছে। 12 জনকে সদস্য করা হয়েছে। এছাড়াও ব্লকও টাউন যুব তৃণমূল সভাপতি দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।                         

যদিও এসব বিতর্কর মধ্যেও গঙ্গারামপুর টাউন যুব তৃনমূলের সভাপতি জগন্নাথ বসাক ও ব্লক যুব তৃণমূল সভাপতির নাম আশায় গঙ্গারামপুরবাসী খুশি হয়েছেন।

জেলা যুব কমিটির ঘোষিত কিছু বিতর্কিত নাম সেখানে থাকায় শোরগোল পড়েছে জেলাজুড়ে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here