নিজস্ব সংবাদদাতা বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর:-দীর্ঘ টালবাহানার পর তৃণমূলের জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি গৌতম দাস 72 জনের কমিটির নামের তালিকা ঘোষণা করেন। ইতিমধ্যে স্টার সংবাদ প্রকাশিত ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি দের নামের তালিকায় সীলমোহর দিয়েছে তৃণমূল নেতৃত্ব।নতুন করে জেলা কমিটিতে স্থান পেল বেশ কয়েকজন তৃণমূলের নেতারা। তবে বর্ষীয়ান তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণরা সেই তালিকায় নাম না থাকায় জেলা রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। যদিও জেলা সভাপতি তা রাজ্যের উপরে ছেড়ে দিয়েছেন এদিনের সাংবাদিক বৈঠকে।
রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জেলার দলের চেয়ারম্যান করা হয় শংকর চক্রবর্তীকে। সভাপতি করা হয় গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস কে। কনভেনার করা হয় বালুরঘাটের সুভাষ চাকি, ললিতা টিগ্গা । মুখ্য সচেতক করা হয় জয়ন্ত কুমার দাসকে। এরা সকলেই যেমন জেলা কোর কমিটির সদস্য হয়েছেন, সেইসঙ্গে বাচ্চু হাঁসদা, তোরাব হোসেন মন্ডল, ও এ সরকারকে রাখা হয়েছে। জেলা কমিটিতে দশজনকে সহ সভাপতি করা হয়েছে। 5 জনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্পাদক করা হয়েছে 10 জনকে, তারমধ্যে গঙ্গারামপুরের কালদিঘির বাসিন্দা তৃণমূল কর্মী আনন্দ দাস কে রাখা হয়েছে। এছাড়াও 39 জনকে জেলা কমিটির সদস্য করা হয়েছে।সেখানে স্থান পেয়েছেন নতুনভাবে আনোয়ার হোসেন নামে কালদিঘি হাসপাতাল পাড়ার বাসিন্দাও।
আমরা স্টার সংবাদে জেলার আটটি ব্লক ও তিনটি টাউন তৃণমূল কংগ্রেস কমিটির যে নামের তালিকা প্রকাশ করেছিলাম সেই নামেই সীলমোহর দিয়েছে রাজ্য তৃণমূল নেতৃত্ব।
তবে বর্ষীয়ান তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণরা সেই তালিকায় নাম না থাকায় জেলা রাজনীতি মহলে গুঞ্জন ছড়িয়েছে।
জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস বালুরঘাটে জেলা তৃণমূল নেতৃত্বদের পাশে বসে জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব এই কমিটি অনুমোদন তা এখানে প্রকাশ করা হল। বহু প্রবীণ জেলা তৃণমূলের নেতারা কেন জেলা সভাপতি গৌতম দাস কে সাংবাদিকদের প্রশ্ন করতেই তার উত্তরে জানান, এই বিষয়টি রাজ্য দেখছে তিনি দেখছেন না বলে ছেড়ে দিয়েছেন।