কোচবিহার:—–মর্মান্তিক পথ দুর্ঘটনায় কবলে পুলিশের গাড়ি।ঘটনাটি ঘটেছে খোকসা ডাঙ্গা থানার অন্তর্গত কুশিয়ারবারি এলাকায় । ঘটনায় 1 জন পুলিশ কর্মী সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে । তিনজন গুরুতর আহত অবস্থায় খোকসা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । জানা গিয়েছে এদিন ভোর সকাল ৬টা নাগাদ কুশিয়া বাড়ি এলাকায় নয়ানজুলিতে গাড়ি পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোকসা ডাঙ্গা থানা পুলিশ সবাইকে উদ্ধার করে নিয়ে আসে । জানা গিয়েছে প্রধান নগর থানা পুলিশ সাহেব গঞ্জ থানা এলাকায় এসেছিল নাবালিক উদ্ধার করতে ।উদ্ধার করে সাহেবগঞ্জ থেকে শিলিগুড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান নগর থানার পুলিশ গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি থেকে কোচবিহার সাহেবগঞ্জ থানা এলাকায় এক নাবালিকা কে উদ্ধার করতে আসে ।নাবালিকা কে উদ্ধার করে ও অভিযুক্ত কে গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ যখন কোচবিহার থেকে শিলিগুড়ি ফিরছিল সেই সময়ে ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত কুশিয়া বাড়ি এলাকায় গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলি তে পড়ে যায় । ড্রাইভারসহ গাড়িতে মোট আটজন ছিল । দুর্ঘটনার পরে গাড়িচালক সেখান থেকে পালিয়ে যায় । পড়ে ঘটনার খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও স্থানীয়রা মিলে গাড়িতে থাকা বাকিদের উদ্ধার করে । যাদের মধ্যে গোবিন্দ সেন (কনস্টেবল), জোসনা কর (১৭) নাবালিকা, শিপ্রা কর (৪৬) নাবালিকার মা, ও প্রদীপ দেবনাথ (৪৮) নাবালিকার কাকুর মৃত্যু হয়েছে । বাকি তিনজন বিশ্বজিৎ দাস (সাব ইন্সপেক্টর) এবং চন্দনা পাল (কনস্টেবল) সহ অভিযুক্ত গুরুতর আহত খোকসা ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপার শানা আক্তার নিজেই গিয়েছিলেন সেখানে । পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মর্মান্তিক পথ দুর্ঘটনায় কবলে পুলিশের গাড়ি।ঘটনাটি ঘটেছে খোকসা ডাঙ্গা থানার অন্তর্গত কুশিয়ারবারি...