উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে একটানা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

0
747

উত্তর দিনাজপুর:—–-উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার থেকে একটানা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও প্রবল বর্ষণ আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে নাজেহাল সাধারন মানুষ। জলমগ্ন হয়ে পড়েছে শহর ও শহতলীর বিভিন্ন এলাকা। জেলার কোথাও কোথাও অবিরাম বৃষ্টির জেরে নদীর জল বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে।


গত তিনদিন ধরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার সর্বত্র একটানা প্রবল বর্ষণ চলছে। হালকা থেকে মাঝারি কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েই চলেছে। অতিবৃষ্টির কারনে ফুলে ফেঁপে উঠছে জেলার মহানন্দা, ডাউক, নাগর, কুলিক, টাঙ্গন ও সুই নদীর জল। চোপড়া ব্লকের বেশকিছু এলাকা প্লাবিতও হয়েছে। এদিকে লাগাতার অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ শহরের বেশকিছু এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারন মানুষের জনজীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here