শীতল চক্রবর্তী গঙ্গারামপুর,২১ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর:-রাতের অন্ধকারে লকডাউনের মধ্যে বিভিন্ন দোকানগুলিতে চুরি করার অভিযোগে পুলিশ চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নারই এলাকায়। পুলিশ অভিযোগ পেতেই নারই সহ বিভিন্ন এলাকা থেকে ওই চারজন চোরকে রবিবার রাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ রিমান্ড চেয়ে সোমবার মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের তরফে এমন অভিযান চলতে থাকবে

পুলিশ জানিয়েছে, গঙ্গারামপুর থানা নারই এলাকায় জামা কাপড় সহ কয়েকটি দোকান সহ একটি বাড়ি থেকে টোটো চুরি সহ বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত ওই চারজন চোরের নাম আক্তার আলি, আতিয়ুর আলী, রহমত আলী, সমিরুল মিঞা। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার নারই সহ তার আশপাশ এলাকায়।তাদের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গঙ্গারামপুর থানার নারই সহ তার আশপাশ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে স্থানীয় থানার নারই বাজার এলাকাতে থাকা জামাকাপড় সহ বিভিন্ন দোকান এমনকি পাশের একটি বাড়ি থেকে একটি টোটো পর্যন্ত চুরি হয়।কিছুদিন পরে এলাকার এক চোর চুরি করা জামা পড়ে বাজারে আশায় তা দেখে দোকানদার চিনতে পারে বলে দাবি তাদের। এর পরেই তাকে মারধোর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় দোকানদারেরা। তার কাছ থেকে বাকি আরো ৪ জনের নাম উঠে আসে পুলিশি তদন্তে। কিন্তু পাঁচজনের মধ্যে চারজন পুলিশের হাতে ধরা পড়লেও বাকি একজনের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

তাদেরকে রবিবার রাতে নারই সহ আশপাশের এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, ঘটনার তদন্তে নামতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।কিছু চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।আমাদের এমন অভিযান চলতে থাকবে।