কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে অবস্থান বিক্ষোভ করল তপন গঙ্গারামপুর হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা

0
656

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর, 20 সেপ্টেম্বর ,দক্ষিণ দিনাজপুর:— কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূলের নেতাকর্মীরা।দক্ষিণ দিনাজপুর তপন চৌরঙ্গী মোড়ে গঙ্গারামপুর সুভাষপল্লী ও হরিরামপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অবস্থান-বিক্ষোভ রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা , জেলা সভাপতি তথা বিধায়ক গৌতম দাস, অমল সরকার ,রাকেশ পন্ডিত, হরিরামপুর ব্লক তৃণমূল সভাপতি ,সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এমন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। শাসক দলের এমন কর্মসূচিতে প্রতিটি জায়গায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। তপন ব্লক এর বিভিন্ন অঞ্চল থেকে বহু তৃণমূল নেতাকর্মীরা মিছিল করে চৌপথি তে জড়ো হয়। সেখানে তৃণমূল বিধায়ক তথা জেলা সভাপতি গৌতম দাস ,রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোজাম্মেল হক ,তপন পঞ্চাযেত সমিতির সভাপতি রাজু দাস, সহ-সভাপতি তাপস মন্ডল ,অঞ্চল সভাপতি ও উপস্থিত ছিলেন। মিছিলের পড়ে তখন চৌরঙ্গীতে অবস্থান-বিক্ষোভ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক সরকারি বিষয়গুলোকে বেসরকারিকরণ করার প্রতিবাদ জানানো হয়।তুলে ধরা হয় কেন্দ্রীয় সরকার কিভাবে রাজ্য সরকারের সঙ্গে বঞ্চনা করছে সেই বিষয়টিও।

রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, যেভাবে কেন্দ্র সরকার সরকারি পরিষেবাগুলি কে বেসরকারিকরণ করছে এরই প্রতিবাদ জানানো।2021 এর ভোটে জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে ভালো রেজাল্ট হবে আমাদের লক্ষ্য। তপন সহ জেলার বিভিন্ন প্রান্তে শাসক দলের এমন কর্মসূচির পরে বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি গৌতম দার জানিয়েছেন,কেন্দ্রীয় সরকার যেভাবে সরকারি পরিষেবা গুলিকে বেসরকারিকরণ করার চেষ্টা করে যাচ্ছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এমন আন্দোলন জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে করা হয়েছে। এরই পাশাপাশি গঙ্গারামপুর সুভাষ পল্লীতে ব্লক টাউন তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে একই কর্মসূচি পালন করা হয়।সেখানে তৃণমূল নেতা অমল সরকার রাকেশ পন্ডিত সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে গঙ্গারামপুরের তৃণমূল নেতা অমলেন্দু সরকার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার যেভাবে চলছে সেই ঘটনাগুলো এর প্রতিবাদ জানিয়ে এমন আন্দোলন করা হয়েছে। পাশাপাশি হরিরামপুর চৌপথি তে একই কর্মসূচি পালন করা হয়।সেখানে ব্লক তৃণমূল নেতা হাতেম আলী, তৃণমূল নেতা মোবারক হোসেন, পঞ্চানন বর্মন ,সমীর সরকার ,মধুমিতা রায়, রাহেল রানা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তৃণমূল নেতা হাতেম আলী জানিয়েছেন, আমরা এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সব সময় গড়ে তুলবো। তৃণমূলের এই অনুষ্ঠানে গুলিতে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রচার এর বিষয়গুলি গানের মাধ্যমে তুলে ধরা হয়। বিভিন্ন জায়গাতে তৃণমূলের এমন কর্মসূচিতে ভিড় হয়েছিল ভালোই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here