তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত কামাত ফুলবাড়ি এলাকার মহাশ্মশানে অর্ধদগ্ধ মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

0
663

তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত কামাত ফুলবাড়ি এলাকার মহাশ্মশানে অর্ধদগ্ধ মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এনিয়ে গ্রাম বাসি ৩১নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রায় ১ ঘন্টা অবরোধ চলার পর দমকল এসে এলাকা সেনিটাইজেশন করা হয় মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এরপর অবরোধ উঠে যায়।


স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার মধ্যরাতে এক মৃতদেহ দাহ করা হয় শ্মশানে। স্থানীয়দের অভিযোগ যে সেখানে করোনা রোগীকে দাহ করা হয়। আজ সকালে নদীর ধারে একটি মৃত দেহ দেখতে পান ওই এলাকার এক বাসিন্দা। খবর দেওয়া হয় প্রশাসনকে। দীর্ঘক্ষণ হয়ে গেল প্রশাসন না আসায় তুফানগঞ্জ থেকে আসাম যাওয়ায় 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানা ও বক্সিরহাট থানার পুলিশ বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় স্থানীয়রা।পরে মৃতদেহটি DNA টেস্ট করতে পাঠান প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here