কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া থানা লক্ষ্মীপুর এলাকা
মঙ্গলবার সন্ধ্যায় চোপড়া থানা লক্ষ্মীপুর এলাকায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ চলে বোমাবাজি দোকান ভাঙচুর দু’পক্ষই একে ওপের বিরুদ্ধে অভিযোগ করছে। এই ঘটনায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান লক্ষ্মীপুরে এলাকায় কাল রাতে বুথ কমিটির কর্মীসভা চলছিল। তখন তৃণমূল সমর্থকরা সেখানে জড়ো হয়েছিল এবং তখনই তাদের উপর কংগ্রেসের কর্মী সমর্থকেরা আক্রমণ করে এবং বোমাবাজি চালায় বলে অভিযোগ করেন চোপড়া বিধায়ক হামিদুল রহমান। অন্যদিকে কংগ্রেস অভিযোগ করে মঙ্গলবার তারা ইসলামপুর থেকে লক্ষীপুর ফেরার সময় তাদের উপর তৃণমূলের সমর্থকরা আক্রমণ ও বোমাবাজি চালায় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছোরায়। এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকে বন্ধ রয়েছে দোকান পাট। এলাকায় পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় পুলিশের টহলদারি চলছে।