গঙ্গারামপুর থানার পুলিশ পানসাগর এলাকা থেকে 90 টি ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক গ্রেপ্তার করে

0
800

গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ পানসাগর এলাকা থেকে 90 টি ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠাল । নেওয়া হল পুলিশ রিমান্ড ও ।

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর 12, ই সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর:—- গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ 90টি নেশার ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করেছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পানসাগর এলাকায়। দুই অভিযুক্তকে এন ডি পি এস ধারা দিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে।ঘটনায় আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে জানতে পুলিশ আদালতের কাছে ও দু’জনকে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করেছে।বারবার পান সাগর নামে ওই এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ অভিযুক্তরা ধরা পড়ায় পুলিশের এমন কাজ কে সাধুবাদ জানিয়েছে সকলেই ।

পুলিশ সূত্রের খবর, ধৃতরা হলেন, আশরাফুল হোসেন ,তার বাড়ি কুসুমন্ডি থানার তেলিপুকুরে। ও বাকি আরেক জনের নাম দেবদাস বসাক ওরফে বাপ্পা, তার বাড়ি গঙ্গারামপুর থানার পান সাগরে। পুলিশ প্রশাসন সূত্রের সূত্রেই খবর , শনিবার রাতে তারা খবর পাই যে গঙ্গারামপুর থানার পান সাগর নামে এলাকাতে দুজন কি জন্য অনেক সময় ধরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই খবর পাওয়ার পরেই সেখানে ছুটে আসে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এর পরেই তাদের কাছ থেকে প্রায় 90 টি নেশার ঔষধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত দুজনকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।রবিবার এ দুজনের বিরুদ্ধে এন ডি পি এস ধারা দিয়ে পুলিশ জেলা সদর বালুরঘাট কে পাঠিয়েছে।ওই এলাকা থেকেও এর আগেও ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।আবারো নেশার ট্যাবলেট সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশের কাজ কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী থেকে শুরু করে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দারা। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়েছিল। 90 কি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বাইরে থেকেই ট্যাবলেট গুলো এখানে আনা হয়েছিল। কারা এমন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে দুই অভিযুক্ত কে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।এমন ঘটনার সঙ্গে যে কেউ যুক্ত থাকুক না কেন তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন সব সময় পড়া ব্যবস্থা নিয়েছে, আর আগামীদিনেও নেবে। পুলিশ প্রশাসনের এমন কাজকে গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here