অধিবেশন শুরুর আগেই দিল্লীতে করোনা আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ

0
783

অধিবেশন শুরুর আগেই দিল্লীতে করোনা আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ, সংস্পর্শীদের হোম কোয়ারেন্টাইনে থাকার বার্তা সুকান্ত মজুমদারের।

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৩সেপ্টেম্বর— এবার করোনার কোপ গেরুয়া শিবিরে। দিল্লীতে অধিবেশন শুরুর আগেই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। শনিবার রাত ২টো নাগাদ নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে রিপোর্ট পজিটিভ পেয়েছেন সাংসদ।    রবিবার এক ভিডিও বার্তায় সাংসদ জানিয়েছেন, সংসদ অধিবেশন শুরুর আগেই করোনা পরীক্ষা করানোর নির্দেশ আসে তাঁর কাছে। সেই অনুযায়ী কোভিড টেস্টের জন্য শনিবার দুপুরে নমূনা দিয়েছিলেন তিনি। আপাতত তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন। একইসঙ্গে গত ৭ দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন সাংসদ।
      সাংসদ সুকান্ত মজুমদার আরও জানিয়েছেন, দিল্লিতে আসার আগে বালুরঘাট জেলা হাসপাতালে করোনা টেস্ট করিয়ে ছিলেন। সেখানে তার রিপোর্ট নেগিটিভ আসে। বর্তমানে তার রিপোর্ট পজিটিভ আসলেও শরীরে  জ্বর,  সর্দি বা অন্য প্রকারের তেমন কোন সিমটম নেই। খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন সাংসদ।

      উল্লেখ্য, মারণ রোগ করোনার থাবায় তটস্থ গোটা বিশ্ব। অন্যান্য দেশকে ছাড়িয়ে দিনের পর দিন ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও নেহাত কম নয়।  দক্ষিণ দিনাজপুর জেলায় ইতিমধ্যে করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। শনিবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩৬৯ থাকলেও রবিবার সন্ধ্যায় রিপোর্ট আসার পর সেই সংখ্যাটা যে সাড়ে চার হাজারে পৌঁছাবে তা যেন বলার অপেক্ষা রাখে না।     এদিকে জেলায় নতুন নতুন এলাকায় করোনা ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। যার ফলে নতুন করে বেশ কিছু এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায় এসেছে। আগামী ১৬ তারিখ অবধি এই সব জোনে বিকেল ৪ টার পর থেকে লকডাউন যেমন চলছিল তেমন চলবে। শনিবারের রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের মধ্যে ৩৯৮৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও দুশ্চিন্তা যেন কমছে না। তার উপর এবারে নতুন করে বিজেপি সাংসদ করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন জেলার সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here