উত্তর দিনাজপুর:—- প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে করনদিঘী বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা বিজেপির করনদিঘী ব্লকের বিজেপি কনভেনার সত্য নারায়ন সিংহের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক করনদিঘী বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে বিজেপির এক প্রতিনিধি দল বিডিওর কাছে এই বিষয় নিয়ে ডেপুটেশনও দেন। বিজেপির এই বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।
গ্রামগঞ্জের গরীব আশ্রয়হীন মানুষদের ঘর তৈরির জন্য রাজ্য সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রচুর টাকা বরাদ্দ করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে সার্ভে করে গরীব আশ্রয়হীন মানুষদের এই ঘর তৈরির টাকা দেওয়ার কথা থাকলেও উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লক অফিস থেকে রাতের অন্ধকারে এক শ্রেনীর সরকারি কর্মচারী টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের লিস্ট তৈরি করেছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। প্রকৃত গরীব মানুষদের নাম বাদ দিয়ে টাকার বিনিময়ে এই ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে আজ করনদিঘী বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল করনদিঘী ব্লক বিজেপি কর্মী সমর্থকেরা। এই দুর্নীতি বন্ধ করার দাবি নিয়ে করনদিঘী বিডিওর কাছে ডেপুটেশনও দেন বিজেপি নেতৃত্ব। বিজেপির করনদিঘী ব্লকের আহ্বায়ক সত্য নারায়ন সিংহ বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি করছে করনদিঘী বিডিও অফিসের কর্মচারীরা। টাকার বিনিময়ে ঘর দেওয়া হচ্ছে। এটা বন্ধ করতে হবে। আমাদের দাবি জাতি ধর্ম ও রাজনৈতিক দল ভেদাভেদ না করে প্রকৃত গরীব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিতে হবে।