জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক মৎস্য চাষীর

0
650

রায়গঞ্জ:-–নিজের পুকুরেই মাছের খাবার দিতে গিয়ে জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক মৎস্য চাষীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার তাহেরপুর গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অনুমান প্রচন্ড রোদে মাথা ঘুরে স্ট্রোক করে পুকুরের জলে পড়ে যান শ্যামল গোস্বামী নামে ওই ব্যক্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের তাহেরপুর গ্রামের বাসিন্দা শ্যামল গোস্বামী নিজের পুকুরেই মাছের খাবার দিতে যান। পুকুরেরপাড় থেকে মাছের খাবার জলে দিচ্ছিলেন তিনি। আচমকাই জলে পড়ে যান ওই ব্যাক্তি। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাঁকে পুকুর থেকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here