শিলিগুড়ি:- সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অবৈধ সিকিম মদের বিরুদ্ধে সদা তৎপর রাজ্যের এক্সাইজ দপ্তর।স্পেশাল এক্সসাইস কমিশনার,এনফোর্সমেন্ট (নর্থ) সুজিত দাস এক সাংবাদিক বৈঠকে জানান,দীর্ঘদিন ধরেই অবৈধ উপায়ে সিকিম থেকে মদ এ রাজ্যে পাচার হচ্ছে।এই মদের অধিকাংশই অবৈধভাবে তৈরি,যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।পাশাপাশি এর ফলে রাজ্যের রাজস্বেরও বড়সড় ক্ষতি হচ্ছে।তিনি আরও জানান,বর্তমানে ভুটানি মদের দাম বৃদ্ধি পাওয়ায় রাজ্যে ভুটান থেকে মদ আসার ঘটনা অনেকটাই কমেছে।তবে সিকিম থেকে আসা অবৈধ মদের বিরুদ্ধে এক্সাইজ দপ্তর কোনও রকম ছাড় দিতে নারাজ।রাজ্যে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ২৪ঘণ্টা নজরদারি চালাচ্ছে এক্সাইজ দপ্তরের সক্রিয় কর্মী ও গোয়েন্দা সূত্র।সুজিত দাস স্পষ্টভাবে বলেন,“সবার আগে সাধারণ মানুষের স্বার্থ।সেই কারণেই সিকিম থেকে আসা অবৈধ মদের বিরুদ্ধে জলপাইগুড়ি ডিভিশনের এক্সাইজ দপ্তর কঠোর অবস্থান নিয়েছে।”ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
Home বাংলা উত্তর বাংলা সাধারণ মানুষের স্বাস্থ্যের স্বার্থে অবৈধ সিকিম মদের বিরুদ্ধে কড়া অভিযান এক্সাইজ দপ্তরের।


























