পথ দুর্ঘটনায় আহত ছয়জন শ্রমিক, হাসপাতালে ভর্তি চারজন

0
54

শীতল চক্রবর্তী বালুরঘাট ৩১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ী এলাকা থেকে ঢালাই কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন ছয়জন শ্রমিক। শনিবার রাত প্রায় ১১টা নাগাদ গঙ্গারামপুর থানার বেলবাড়ি মাস্টারমোড়ে একটি ভোটভটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত শ্রমিকরা হলেন খাদিমুল আলী (১৬), সুলতান আলী (৪৬), ইসুফ আলী (২৬) ও একতার আলী (৪৫)। সকলের বাড়ি গঙ্গারামপুর থানার পশ্চিম মান্দাপাড়া এলাকায়। আহত ছয়জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দু’জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং তড়িঘড়ি গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যান।
এবিষয়ে আহত শ্রমিক একতার আলী ও সুলতান আলী বলেন,”আমরা ছয়জনই গুরুতর আহত হয়েছি। চিকিৎসা চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, বুঝতেই পারিনি।”
স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান,”চারজন শ্রমিকের অবস্থা খুবই খারাপ। তাঁদের চিকিৎসা গঙ্গারামপুর ও অন্যত্র চলছে।”
এমন দুর্ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here